মোঃ মনিরুজ্জামান।
১৫ মার্চ যশোর জামরুলতলা এলাকার শেখহাটিতে সরকারি নিষেধাজ্ঞা না মেনে অবৈধভাবে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ করার অপরাধে জয়দেব মণ্ডল নামের এক মুদি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা অনাদায়ে এই ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তেল মজুদকারি জয়দেব মণ্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা যানা যায় সে ঢাকা থেকে তেল সংগ্রহ করে সাতক্ষীরা চুকনগর এলাকায় খুচরা বাজারে বিক্রি করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল বলে সুনির্দিষ্ট অভিযোগ ছিল।
সেই অভিযোগে ভিত্তিতেই যশোর শহরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে প্রায় ৬০টি ড্রামে মোট ১২ হাজার লিটার সয়াবিল তেল পাওয়া যায়। এসময় জয়দেব মণ্ডল ঢাকা থেকে সয়াবিন তেল কিনে এনে এখানে মজুত করেছেন।
পরবর্তীতে তেলের মালিককের কাছে তেলের বিষয়ে জানতে চাইলে তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা সয়াবিন তেল যশোরের মজুতের কথা স্বীকার করে।
এবং ভ্রাম্যমাণ আদালত তাকে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করে ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়।
জয়দেব মণ্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে মজুদ কৃত সব তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেওয়া দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আরও জানান , তেলের দাম বেড়ে যাওয়ায় ঢাকা থেকে কেনা তেল তার গোডাউনে না নিয়ে যশোরে রাখতেন অভিযুক্ত জয়দেব এবং অল্প করে নিয়ে গিয়ে চড়া দামে চুকনগরে বিক্রি করত অভিযুক্ত জয়দেব।