ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
ভোক্তা-অধিকার ক্ষুন্ন হলে অধিদপ্তরে প্রতিকার মেলে,লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবে প্রতিকার এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান সরকার, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক ওসি তদন্ত তাওহীদুল ইসলাম তৌহিদ, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা রেজেনা পারভীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।