মিঠুন দত্ত (স্টাফ রিপোর্টার)
বাড়ির পুকুরের পানিতে ডুবে দেড় বছরের সুমাইয়া নামের এক শিশুর মত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অভয়নগর উপজলার ধোপাদী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া ধোপাদী গ্রামের বেলাল হোসেন রাজুর কন্যা।
নিহতের স্বজন মিজানুর রহমান জানান, আজ মঙ্গলবার বেলাল হোসেন রাজুর মেয়ে দুপুর ১ টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এর মধ্যে কোন এক সময় সে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। তাকে উঠানে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে ওই পুকুরে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্তব্যরত চিকিৎসক নিলাদ্রি সুন্দর কুন্ডু বলেন “সুমাইয়া নামের এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়। সে পানিতে ডুবে মারা গেছে।”