দক্ষিণের কুট’কৌশলের কাছে
উত্তর আজ পরাজিত,
স্বার্থলোভী মুনাফেকের কারণে
হৃদয় হল ক্ষতবিক্ষত।
উত্তরের মানুষ গুলো সরল তাই
বুঝল না দক্ষিণের ছলনা,
দক্ষিণ ভাবে উত্তরের মানুষেরা
তাদেরই হাতের খেলনা।
দক্ষিণের বাতাস দূষিত এখন
খোলা যায় না জানালা,
স্বার্থ নদীতে ডুবে গেছে হায়
সকল সম্পর্কের ভেলা।
কবে যে উত্তর ঐক্যবদ্ধ হবে
ফিরে পেতে অধিকার?
উত্তরে সব আজ বন্দি খাঁচায়
স্বামর্থবানেরা নির্বিকার।
মেরুকরণে মেরুদন্ড হীন হলো
উত্তর মেরুর সব মানুষ!
কবে যে তারা বুদ্ধিমান হবে
ফিরে পাবে আপন হুশ!
মেরুকরণ নাকি স্খলন এটা?
ভাবছি বসে শাহারায়,
কে দক্ষিণ আর কে উত্তর তা
বুঝে নিবেন ইশারায়।
#কুয়েত থেকে
Leave a Reply