আবদুর রহিম কক্সবাজারঃ
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মানিক গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃতরা হলেন- পূর্ব লারপাড়া এলাকার শওকত উল্লাহ’র ছেলে মো. আরাফাত (১৮) . মৃত শমসের আলমের ছেলে সোহাগ (২১) ও বেলালের ছেলে মো. রিয়াদ (১৮)।
সোমবার (১৪ মার্চ) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছের র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
র্যাব জানিয়েছে- রোববার (১৩ মার্চ) রাত ১২ টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ পথে শ্যামলী এনআর ট্রাভেল এর সামনে কতিপয় অপরাধী চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ১টি ড্যাগার ও ১টি ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মানিক গ্যাং এর সদস্য এবং দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে কক্সবাজার শহর এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।