ক’দিন ধরে বঙ্গ জুড়ে
তেলেছমাতি ছিলো।
চালবাজিরও সুযোগ বুঝে
ব্যবসা লুফে নিলো।
পিঁয়াজ কাটতে হয়নি কারো
ঝাল নিয়ে সংশয়।
ডালের কেজি মাংস দেশী
মাছও পেলো জয়।
সব কিছুর-ই উপরে ছিলো
তেলেছমাতির তেল।
তেলের বাজার ঘুরে ফিরে
দেখা নতুন নতুন খেল।
হঠাৎ করে বঙ্গ-জুড়ে
নতুন হিসাব নাচে।
ভারত থেকে সানি লিওনি
এসে হিসাব দিলো বেঁচে।
তেল নিয়ে ভাই তেলেছমাতির
হিসাব হলো শেষ।
অবাক করার বিষয় হলো
এ কি এক আশ্চর্য বাংলাদেশ।
Leave a Reply