মোঃ মনিরুজ্জামান, স্টাফ রির্পোটার।
যশোর মনিরামপুর উপজেলায়, বন্ধুর বোনের বাড়ি বেড়াতে এসে ফেরার সময় মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অপর দুই বন্ধু এবং আহত হয়েছে সঙ্গে থাকা আরও এক বন্ধু।
১১ মার্চ শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১১টা নাগাদ মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নে ঘটে এমন হৃদয়বিদারক ঘটনা।
দূর্ঘটনায় নিহতরা হলেন, মনিরামপুর কিসমত চাকলা গ্রামের এরশাদ হোসেনের ছেলে শাওন (২২) এবং কাশেম শেখের ছেলে ইমরান (২১) গুরুতর ভাবে আহত হওয়া বন্ধু ডুমুরখালি গ্রামের আসিফ।
নিহতদের স্বজনরা বলেন শাওন ও ইমরান শুক্রবার সন্ধার পর খেদাপাড়া গ্রামে বন্ধু আসিফের বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বসন্তপুর-তেথলি সড়কের পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শাওন ও ইমরান ঘটনাস্থলেই নিহত হয়! স্থানীয় কিছু পথচারী তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং আসিফকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে আনুমানিক রাত দেড়টার দিকে ভর্তি করে।
স্থানীয় কিছু জনগণ বলেন তিনজন একটি এএফটিআর মোটরসাইকেলে করে বেপরোয়া গতিতে যাচ্ছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত ওসি নূর-ই-আলম সিদ্দীকি বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এখন পুলিশ হেফাজতে আছে বলেও তিনি জানান।
Leave a Reply