শহর কিংবা গ্রাম জুড়ে
তেলেছমাতি কারসাজি।
চাল নিয়ে ভাই চলছে আবার
বঙ্গ জুড়ে চালবাজি।
নেতারা তো স্বাধীনতার
নাম বিকিয়ে চলছে রোজ।
আমরা গরীব খাচ্ছি নাকি বাচ্ছি নাকি
নিচ্ছে নাতো কোন খোঁজ।
বাজার জুড়ে নিউজ নিউজ
সাংবাদিকদের খেলা বেশ্।
টিভি কি’বা কাগজ পাতার
খবরে সোনার বাংলাদেশ।
পটোল নিয়ে পটোল-তোলার
গল্প এখন চারিদিক।
বাড়লে লবণ বেহুশ হয়ে
ঘুরবে সবাই দিক্বিদিক।
ওই নেতা যে বললো সেদিন
না খেয়ে কেউ মরছে না।
বাঁচতে হলে রক্ত বেঁচে
চলছে তাঁরা মানছে না।
মাইক নিয়ে বক্তরা ওই
বকবকানি করছে রোজ।
বক্তৃতা ওই গরীব শুনে
তেলেছমাতির নিচ্ছে খোঁজ।
থ’লে হাতে বাজার টাতে
কান্না বন্যা দূর্বিষহ।
আইন নামের কলাগাছের
নিয়ম চলে সর্বস্ব।
আমরা বললে প্রতিবাদের – লাগাম টেনে ধরছে দেখ্।
ওরাই নাকি স্বাধীনতার
নেতা-নেত্রী বিশ্বে মাখ্।
শেখ আলী আকবার সম্রাট
নওয়াপাড়া উপজেলা অভয়নগর যশোর।
Leave a Reply