আবদুর রহিম, কক্সবাজার :
কক্সবাজারের রামু পশ্চিম মেরুল্লা এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশিয় বন্দুক ও ১১ রাউন্ড তাজা কার্তুজসহ আবুল কালাম (৫২) নামে একব্যক্তিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তি কক্সবাজার সদরের ভারুয়ারিখালী ঘোনার পাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
বুধবার (৯ মার্চ) সকাল ১১ টার দিকে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন এক মেইল র্বাতায় বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে- বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালায় রামু পশ্চিম মেরুল্লা এলাকায়। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আবুল কালামকে আটক করা করে। কালামের সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশী করে ১১ রাউন্ড তাজা কার্তুজ ও দুটি দেশিয় বন্দুক উদ্ধার করে র্যাব। আটক আসামীর বিরুদ্ধে রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে।