মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার আয়োজনে চিত্রাংকন, রচনা, আবৃত্তি এবং ৭ই মার্চ এর ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও পৌরসভার মেয়র উম্মা চৌধুরী জলি, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির ত্রাণ ও সমাজকল্যাণের সদস্য এমরান সোনার,নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ দলীয় নেতাকর্মী।
Leave a Reply