মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দলীয় কার্যলায়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে ।
শহরের কানাইখালী এলাকায় দলীয় কার্যলায়ে সোমবার বেলা সাড়ে ৯ টার দিকে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুতুজা আলী বাবলু সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।