মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আবারও আগুনে পুড়ে গেছে একটি পোল্ট্রি ফার্ম। গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাত্রী সাড়ে ১১ টায় উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঁশোবাড়িয়া গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই পোল্ট্রি ফার্মের মালিক লিটন আলী(৩০)। ক্ষতিগ্রস্ত খামারি ঐ গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে।
ক্ষতিগ্রস্ত লিটন আলী জানান, অনেক জায়গায় ঋণ করে এই খামার করেছেন তিনি। আগ্নীকান্ডে ৫০০ মুরগি পুড়ে মারা যায়, মুরগির খাবার ও খামারের বিভিন্ন উপকরণ সামগ্রীসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। এখন তা শোধ করবেন কিভাবে সেই চিন্তায় দিশেহারা তিনি।
স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন খুব অল্প সময়ে সবকিছু পুড়য়ে দিয়েছে তবে স্থানীয়দের সহায়তায় এই আগুন নেভানো হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করে বলেন,খবর পেয়ে স্থানটি পরিদর্শন করেছি। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অভিহিত করেন। পরবর্তীতে সার্বিক ব্যবস্থাপনার সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন। পরে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হালিমা বেগম স্থানটি পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন।
Leave a Reply