ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
তেলের দাম বৃদ্ধির কারনে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ছাত্রদলের আহবায়ক মোঃ মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহাফুজ,যুগ্ম আহবায়ক মোঃফিরোজ কবির শাহী,যুবদলের আহবায়ক মাহাবুব, মশিউর দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাজ্জাদ আল মামুন এবং সদস্য সচিব, মোঃ আনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন,বর্তমান সরকার তেল,গ্যাসসহ নানা দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রন করতে পারছেনা। আজ দেশের বাজারে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সরকার ১০ টাকা কেজি মূল্যের চাল খাওয়ানোর কথা বলে সেটিও বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি করেন তারা। তারা বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবেনা বলেও জানান।
Leave a Reply