ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
(২ মার্চ) ভোর রাত্রী ৩.২০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বিছকিনি মোড় হতে ৫০ গজ সামনে বিরামপুর টু গোবিন্দগঞ্জ গামী হাইওয়ে রাস্তার পূর্বপাশে নুর প্লাজা মাকের্টের আলামিন কসমেটিক্স এর দোকানের সামনে হতে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ও ইয়াবা বিক্রির নগদ ১১,১২৫/টাকা ও একটি এন্ড্রয়েট রেডমি ৯ মোবাইল সেট সহ বিরামপুর থানাধীন ঘোড়াঘাট রেলগেট এলাকায় চায়ের দোকান ও কসমেটিকস ব্যবসার আড়ালে গোপনে মাদক ব্যবসা পরিচালনাকারী দুই ভাই মোঃ আলামিন হোসেন (২৫) ও মোঃ ফারুক হোসেন (৪০), উভয় পিতা-মোঃ আবেদ আলী, মাতা-মোছাঃ ফাতেমা, সাং-মির্জাপুর (৮নং ওয়ার্ড বিরামপুর পৌরসভা), থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০১, ধারাঃ ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।