মোঃ জামিল হায়দার (জনি)
নাটোর জেলা প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বুধবার (২ মার্চ) ১২ টায় নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে নলডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও একটি সেবা স্টল স্থাপন করে নতুন ভোটার নিবন্ধন ও ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সহ উপজেলার বিভিন্ন স্থানের ভোটারগণ।