আবদুর রহিম কক্সবাজার :
কক্সবাজারের উখিয়ায় বিবাহের ১১ দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর পরই স্বামী মোহাম্মদ আরাফাত পালিয়ে গেছেন।
সোমবার বিকেলে উপজেলার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া আকতার মুন্নী (১৭) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া-পূর্ব কুল গ্রামের অছিউর রহমানের মেয়ে।
গ্রামবাসীরা জানান, ১১ দিন আগে মোহাম্মদ আরাফাতের সঙ্গে মুন্নীর বিবাহ সম্পন্ন হয়।
মুন্নীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মুন্নীকে নির্যাতন চালিয়ে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় মেম্বার কামাল উদ্দিন বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূ মুন্নীর লাশ উদ্ধার করে পুলিশ। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে জানি না
Leave a Reply